[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রমজানে নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

জাহিদুর রহমান

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০২

আসন্ন মাহে রমজানের উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল ও পর্যাপ্ত সরবরাহ রাখার লক্ষ্যে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মতবিনিময়

আসন্ন মাহে রমজানের উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল ও পর্যাপ্ত সরবরাহ রাখার লক্ষ্যে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জেলার ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

আব্দুল ওয়াহেদ বলেন, রমজান মাসে অন্যান্য জেলার তুলনায় সবকিছুর দাম অবশ্যই কম রাখতে হবে। এব্যাপারে পাইকারি ও খুচরা বিক্রেতাদের অবশ্যই সহযোগিতা করতে হবে।এব্যাপারে যত ধরণের সহযোগিতা প্রয়োজন হবে আমরা আমাদের সক্ষমতার জায়গা থেকে সকল সহযোগিতা করতে প্রস্তুত আছি। আমরা অন্যান্য মাসের তুলনায় এই মাসে সর্বনিম্ন লাভ রেখে পণ্য বিক্রয় করার আহ্বান জানান তিনি।

অন্য মাসের তুলনায় এই মাসের কম করার আহ্ববান জানিয়ে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন, অন্য মাসের তুলনায় এই মাসের কম মুনাফা করলে এর বিনিময় আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। অন্যান্য মুসলিম দেশের দিকে দেখলে দেখা যায়, তারা রমজান মাসের পবিত্রতা রক্ষায় তারা এই মাসে সর্বনিম্ন লাভ করেন। তাই আপনারা রমজানে মাসে আপনারাও সর্বনিম্ন মুনাফার ভোক্তাদের কাছে পন্য বিক্রয় করবেন এই প্রত্যাশা করি। প্রশাসন সার্বক্ষনিক বাজার তদারকি করে এবং করবে। কাউকে জরিমানা করা বা বিড়ম্বনায় ফেলার উদ্দ্যেশ্যে নয়, রবং সবাইকে সচেতন করার উদ্দ্যেশ্যে।

মতবিনিময় সভায় সকল ব্যবসায়ী প্রতিনিধিগণ রমজানের মাসের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য সর্বোচ্চ স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর