চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার আগ থেকে বারঘরিয়ার মহানন্দা সেতুতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এ সময় আশপাশের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্লোগানে স্লোগানে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবিলম্বে তাদের ছয় দফা দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছেন। দ্রুত দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ব্যানারে এ কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থীরা।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্টের ৮ম সেমিষ্টারের শিক্ষার্থী আব্দুর রাহিম, ৭ম সেমিষ্টারের জাহিদ হাসান, ৫ম সেমিষ্টারের মাছুম বিল্লাহসহ পলিটেকনিক শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা জানান, দীর্ঘদিন ধরে তারা নানা সমস্যার মুখে রয়েছেন। ল্যাব এসিস্টেন্টদের ১৬তম গ্রেড থেকে ১০ম গ্রেডে পদোন্নতির সিদ্ধান্ত বাতিল করতে হবে। কারণ, আমরা চাই না, কেউ পিয়ন হিসেবে যোগ দিয়ে পরবর্তীতে আমাদের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করুন। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
তারা আরোও বলেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে করতে হবে।
এছাড়া ছয় দফার মধ্যে যেসকল দাবিগুলো আছে সেগুলো দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান তারা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির দিকে যাওয়ার হুঁশিয়ারিও তারা দিয়েছেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: