[email protected] বুধবার, ২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জের আম নিতে আগ্রহী ইন্দোনেশিয়া, চাষিদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস রাষ্ট্রদূতের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই ২০২৫, ২১:৪৩

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জের চাষিরা যদি ইন্দোনেশিয়ায় আম রপ্তানিতে আগ্রহী হন, তাহলে তাদের সর্বাত্মক সহযোগিতা করবে ইন্দোনেশিয়ার দূতাবাস। একইসঙ্গে আম প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে অবস্থিত চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, "চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম রয়েছে সারাবিশ্বে। এখানকার আম নিয়ে কাজ করতে আগ্রহী ইন্দোনেশিয়া। তবে বিষয়টি নির্ভর করছে ব্যবসায়ীদের ওপর। তারা যদি আগ্রহ দেখায়, তাহলে দূতাবাস থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।"

পরিদর্শনকালে চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজের চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়। আমের বহুমুখী ব্যবহার ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা নিয়ে রাষ্ট্রদূত ও উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে রাষ্ট্রদূত মিস্টার আরিফ সোয়ুকু শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান ঘুরে দেখেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ান দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আক্তার এবং ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প উদ্যোক্তা মো. সফিকুল ইসলাম।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর