'কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ' এ শ্লোগানকে সমানে রেখে চাঁপাইনবাবগঞ্জে কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা খাতুন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, সিভিস সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. রেশমা খাতুন, প্রাণিসম্পদ অফিসার গোলাম মোস্তফাসহ অন্যান্যরা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরাও এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সভপতির বক্তব্যে আহমেদ মাহবুব-উল-আলম ইসলাম বলেন, কন্যা শিশুদের রাষ্ট্রের কল্যাণে, সমাজের কল্যাণে গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ শিক্ষার সুযোগ কম পাচ্ছে, পরিবারে যতটুকু পুষ্টির চাহিদা পূরণ করার কথা সেটি কন্যা শিশুরা পাচ্ছে না, তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে, কর্মস্থালে সমান অধিকার দেয়া হচ্ছে না। বৈষম্যের এই কথা গুলো অনেক আগের বলে তিনি ধারণা করেন। বর্তমানের ধারণা আরো অনেক পরিবর্তন হয়েছে। সময়ের পরিক্রমায় নারী-পুরুষ, কন্যাশিশু যে চাওয়া পাওয়া তাতে কিন্তু অনেক ভিন্নতা এসেছে বলে মন্তব্য করেন তিনি। সর্বশেষে তিনি সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা জানিয়ে কথা শেষ করেন।
সভায় বক্তারা আরোও বলেন, প্রত্যেক কন্যাশিশুদের মানসিক বিকাশের সুযোগ দিতে হবে। তাদের কোন ধরনের মানসিক বা শারীরিক চাপ প্রয়োগ করা যাবে না।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: