[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

শিক্ষা জাতির মেরুদণ্ড।

বৈষম্য দূরীকরণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

জাহিদুর রহমান

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৪, ১৫:২৩

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস)।

সোমবার (৭অক্টোবর) দুপুরে শহরের সেন্টু মার্কেট চত্বরে জেলার সকল এমপিওভুক্ত কলেজের শিক্ষকদের উপস্থিতিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান বলেন, এখানে আমাদের দাঁড়ানোর কথা ছিলনা। বৈষম্য যদি দূর হয়ে যেত তাহলে ৯৫ শতাংশ ছাত্র ছাত্রীদের পড়ার দায়িত্বে যারা আছে, তারা কোনভাবেই বৈষম্যের শিকার হতে পারেন না। তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হলো না।

আহব্বায়ক ও নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী (নয়ন) বলেন, একজন হাইস্কুলের শিক্ষক তার চাকুরী জীবনের শুরুতে একজন রাজমিস্ত্রীর চেয়েও কম বেতন পান। বাংলাদেশে শিক্ষার ৯৫ ভাগ শিক্ষাদান করি আমরা। তারপরও আমাদের বেতনে বৈষম্য করা হয়।

তিনি আরোও বলেন, সরকারি-বেসরকারি বৈষম্যের কারণে আমরা ছেলেমেয়েদের ভালো পড়া লেখা করাতে পারিনা। কিন্তু আমরা শ্রেণিকক্ষে ঠিকই শিক্ষা দান করে যাচ্ছি।

রহনপুর পি.এম আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল বলেন, আমরা জানি- শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু যারা এই মেরুদণ্ডের কারিগর, এই মেরুদণ্ডকে সোজা করে দাঁড়াতে কারিগরের ভূমিকা পালন করেন, যারা জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, যোগ্য নাগরিক তৈরির জন্য গুরুদায়িত্ব পালন করেন, এই কারিগরদের নূন্যতম মর্যাদা দেওয়া হয় না।

শিক্ষকদের বক্তব্যে সংগ্ৰাম কমিটির সদস্য আবুল বাসার সাবেক এমপির প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, সাবেক এমপি আমাদের সাথে নাটক করেছিল। তিনি আমাদের দাবী সমূহ তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন বলে ফটোসেশন করে আমাদের অনশন ভঙ্গ করেছিলেন। কিন্তু আমরা দেখেছিলাম, আমাদের সেই আবেদন পকেটে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারা আমাদের এই দাবী গুলো যথাযথ জায়গায় পৌঁছাইনি।

শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান বলেন, আমরা কখনই অন্তবর্তীকালীন সরকারের বিপক্ষে নই। শিক্ষকদের সাথে যে বৈষম্যে করা হচ্ছে, তা অচিরেই দূরীভূত করা হোক।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর