‘যদি করি রক্ত দান, বেঁচে যাবে শত প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে “আবিদ ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেট ইউনিট” এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা, সম্মাননা স্মারক প্রদান, মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকালে চাঁপাইনবাবগঞ্জের কল্যানপুরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ইফতিখার আহমেদ রঞ্জু, আবিদ ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেট ইউনিটের সভাপতি মোঃ ইনতিসার আহমেদ (সিজার), একতা ভ্যারাইটি স্টোরের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাব্বির হোসেন। সেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন থেকে আমন্ত্রিত অতিথি বৃন্দরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুর রহিম বলেন, রক্ত দান করা অনেক কঠিন একটি কাজ এই কাজটি সবাই করতে পারে না। কিন্তু আমাদের এই তরুণ প্রজন্মের ছেলে—মেয়েরা সাহসিকতার পরিচয় দিয়ে বিনা মূল্যে যেকোনো সময় মানুষের বিপদে রক্ত দিয়ে সহয়তা করে থাকে । তিনি আরও বলেন, রক্ত দিতে গিয়ে যদি তোমরা দেখ কোন অসহায় ব্যক্তি টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না, তাহলে অবশ্যই আমাকে অবগত করবে, আমি তাকে আমার সামর্থ অনুযায়ী সহযোগিতা করব। সেখানে যুব সমাজ কে মাদক মুক্ত থাকার পরমর্শ দেন তিনি। এবং এসব সংগঠনে ব্লাড ডোনেট ইউনিটের সদস্যবৃন্দদের মধ্যে যারা অসহায় দুস্থ গরিব আছেন তাদের পড়ালেখা সহ অন্যান্য ক্ষেত্রেও পাশে থাকার আশ্বাস দেন।
আবিদ ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেট ইউনিট এর প্রতিষ্ঠা মোঃ নূর আলোম বাবু বলেন, আমরা স্বেচ্ছায় রক্তদান করি, আমরা কাউকে অর্থের বিনিময়ে রক্ত দেয়না। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। শুধু যে রক্তের সম্পর্ক থাকলেই আত্মীয়তা হওয়া যায় তা কিন্তু নয়। আপনি যখন একজন অপরিচিত ব্যক্তিকে রক্ত দিয়ে সাহায্য করছেন তখন মনে রাখবেন আপনার শরীরের রক্তও কিন্তু তার শরীরে বইছে। অর্থাৎ আপনার সাথে তারও কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্ক হলো স্বার্থহীন ভালোবাসার সম্পর্ক।
আবিদ ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেট ইউনিট এর সভাপতি মোঃ ইনতিসার আহমেদ (সিজার) বলেন, আমরা শুধু বিনা মূল্যে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের এই সংগঠনে এমনও কিছু ছেলে-মেয়ে কাজ করে যাদের কাছে চলাফেরা করার জন্য ঠিকমতো পকেট খরচ টাও থাকে না, কিন্তু এই ছেলেটাই বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে হাসপাতালে অথবা ডায়াবেটিক সেন্টারে রোগীর কাছে বিনামূল্যে রক্ত দিয়ে আসে। এমনও কিছু রোগী আছে যারা তাদেরকে একবারও জিজ্ঞাসাও করে না যে তুমি কিভাবে এসেছো! তোমার যাওয়া-আসার ভাড়া টা আমি দিয়ে দি অথবা তোমাকে একটা ডাব অথবা জুস কিনে খাওয়াই। বরঞ্চ তাদের সাথেও মাঝেমধ্যে খারাপ আচরণ করে থাকে। এরকম অভিযোগ আমরা অনেক পাই। তাই তিনি সবার উদ্দেশ্যে বলেন, যে আপনাকে রক্ত দিবে অন্তত তার সাথে একটু ভালো ব্যবহার করবেন। দেখবেন পরবর্তীতে আপনার যখনই রক্তের প্রয়োজন হবে অথবা আপনি বিপদে পড়বেন তারাই আপনার পাশে এসে দাঁড়িয়েছে।
আলোচনা সভা শেষে চাঁপাইনবাবগঞ্জের সর্বোচ্চ রক্তদাতা মোঃ সাব্বির হোসেন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি মোঃ আব্দুর রহিম। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের যতগুলো ব্লাড ডোনেট ইউনিট রয়েছে তাদের অবদানের কথা তুলে ধরে প্রত্যেক ব্লাড ডোনেট ইউনিটকে আবিদ ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেট ইউনিটের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: