তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেতা বিপ্লবী ইলা মিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০২ সালের ১৩ অক্টোবর মারা যান বাংলার এই মহীয়সী নারী। জমিতে মোট উৎপাদিত ফসলের তিন ভাগের দুইভাগ পাবেন চাষি, এক ভাগ জমির মালিক—এই দাবিতেই সূত্রপাত তেভাগা আন্দোলনের।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তেভাগা আন্দোলনের নেত্রী বীরাঙ্গনা ইলামিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় রাণী ইলামিত্র সমৃতি সংগ্রহশালা প্রাঙ্গনে রাণী ইলামিত্র সমৃতি সংসদের সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে রাণী ইলামিত্রের প্রতিকৃতিতে মাল্যদান, তাঁর স্মরনে এক মিনিট নীরবতা পালন শেষে বিশেষ প্রার্থনা করা হয়। সাংবাদিক মনিরুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক ও গবেষক আলাউদ্দিন বটু, লেখক ও দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রাণী ইলামিত্র স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাইদৃষ্টির উপজেলা প্রতিনিধি এমএকে.জিলানী, তে-ভাগা আন্দোলনের সহযোদ্ধা জিল্লুর রহমান, আব্দুস সামাদ মেম্বার ও আমীন কর্মকার। পরে রাণী ইলামিত্রের স্মৃতি অক্ষুন্ন রাখার জন্য রাণী ইলামিত্র স্মৃতি সংসদের পক্ষ থেকে ৫জন গুনি ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: