পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের গুলিতে রংপুর, ঢাকা ও চট্টগ্রামে নিহত হন কোটাসংস্কার আন্দোলনকারী তিন ছাত্রসহ ছয়জন। দেশের সকল শিক্ষক সমিতি তখনও নিশ্চুপ।
অথচ, দেশজুড়ে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে সেদিনই সরকার ও শিক্ষক সমিতির রক্তচক্ষুকে উপেক্ষা করে পরদিন (১৭ জুলাই) দুপুর ১টায় ‘ছাত্র নির্যাতনের প্রতিবাদে আমরা’ পোস্টার হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনারে দাঁড়িয়ে যান তিন শিক্ষক। এরমধ্যে একজন ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষক, বরেণ্য অনুবাদ সাহিত্যিক গোলাম হোসেন হাবীব। যিনি জিএইচ হাবীব নামেই দেশব্যাপী পরিচিত।
সেই সাহসী চবি শিক্ষক জিএইচ হাবীব এবার অনুবাদে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ গ্রহণ করলেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে জিএইচ হাবীব তার এক ফেসবুক পোস্টে বলেন, ‘যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, তাঁদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আপ্লুত, ধন্য। এ আমার আশাতীত। ভালো থাকবেন সবসময়। আর যাঁরা অধমের মেরুদণ্ডহীনতায় কষ্ট পেয়েছেন, তাকে ধিক্কার দিয়েছেন তাঁদেরকেও শুভেচ্ছা জানাই। আশা করি কেবল সাহিত্য পুরস্কার নয়, জীবনের অন্য ক্ষেত্রেও তাঁরা নিজ নিজ মেরুদণ্ডের অস্তিত্বের প্রমাণ দেবেন। কল্যাণ হোক আপনাদের।’
গত ২৩ জানুয়ারি ১০ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে তালিকায় থাকা কারো কারো সম্পর্কে ‘কিছু অভিযোগ’ আসায় ২৫ জানুয়ারি পুরস্কার স্থগিত করা হয়। এরপর ২৯ জানুয়ারি কথাসাহিত্যে সেলিম মোরশেদ, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং শিশুসাহিত্যে ফারুক নওয়াজকে বাদ দিয়ে পুরস্কারের জন্য ৭ জনকে মনোনীত করে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার সাতজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন- কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, ফোকলোরে সৈয়দ জামিল আহমেদকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয়েছে ৩ লাখ টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: