রাজশাহী কলেজে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ-১৪৩২ উদযাপিত হয়েছে। সোমবার(১৪ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
রাজশাহী কলেজে সকাল সাড়ে ৮ টায় বর্ণাঢ্য এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, উপাধ্যক্ষ মো. ইব্রাহিম আলী সহ বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। এটি কলেজের রবীন্দ্র নজরুল চত্বর থেকে শুরু করে আলু পট্টি মোড় হয়ে প্রশাসন ভবনের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রা শেষে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী মেলার উদ্বোধন করেন। মেলা উপলক্ষে পান্তাভাত থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকানের পসরা বসেছে প্রাঙ্গণের নানা জায়গা জুড়ে।এছাড়াও বর্ণাঢ্য বইমেলার আয়োজন।
রাজশাহী কলেজে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। রাজশাহী কলেজ ক্যাম্পাসে নানা কর্মসূচি আয়োজন করা হয়।
নববর্ষের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো ছাত্র, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে কলেজ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নববর্ষ উপলক্ষে রং-বেরঙের পতাকা, বেলুন, ফেস্টুন, ব্যানার ইত্যাদি দিয়ে নয়নাভিরাম সজ্জায় সজ্জিত করা হয়েছিলো কলেজ প্রাঙ্গণ।
সবশেষে আয়োজিত হয় সাংস্কৃতিক পর্ব। ছন্দে-সুরে-নৃত্যে ক্যাম্পাসের প্রাঙ্গন আজ মুখরিত হয় শিক্ষার্থীদের উচ্ছ্বসিত পদচারণায়।
পহেলা বৈশাখ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতিরও প্রতিচ্ছবি।নতুন বছরকে স্বাগত জানাতে সকলে এক সুরে মিলে কলেজ প্রাঙ্গণকে করে তুলেছে যেন একই সুতোয় গাঁথা বেণী।
গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিদ আল হাসান অনুভূতি ব্যক্ত করে জানান," বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধূলাবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে পহেলা বৈশাখ আসে এক নবজাগরণের প্রতীক হয়ে। এবার নতুন বছর এলো এক নতুন ভোরের বার্তা নিয়ে। অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের অন্যরকম এক আবহেই এলো এবারের পহেলা বৈশাখ।"
কলেজের রসায়ন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন,"নতুন বছরে নতুনভাবেই জীবন সাজাতে উজ্জীবিত করে বাংলা নববর্ষ। সকল দুঃখ ভুলে সাম্য ও ভ্রাতৃত্বের মাধ্যমে নতুন এক বাড়ার আহ্বান জানাই এই পহেলা বৈশাখ। যেখানে সকলের সমান অধিকার।"
সমাজকর্ম বিভাগের ৩য় বর্ষের রিয়াজুল ইসলাম জানান,"নববর্ষ বাঙালি জাতিকে বাংলা মাসের শুরুকে স্মরণ করিয়ে দেয়। প্রকৃতির নতুন সাজ আমাদের মুগ্ধ করে তোলে।বিভিন্ন জায়গায় নববর্ষ উদযাপনের মাধ্যমে অনেকের সঙ্গে দীর্ঘদিনের না দেখা হওয়ার অবসান ঘটিয়ে দেখা হওয়ার একটি সুযোগ সৃষ্টি করে।"
বাঙালির ঐতিহ্যের ধারায় লাল-সাদায় সজ্জিত ক্যাম্পাস জানান দেয় বাঙালি ধারণ করে চলেছে বাংলার ঐতিহ্যকে। রঙ, গান আর প্রাণের স্পন্দনে এবারের বসন্তবরণ যেন সত্যিই তার এক নতুন আগমনী বার্তা দিয়ে গেছে শিক্ষার্থীদের হৃদয়ে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: