রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র আশুরা। দিবসটি উপলক্ষে রবিবার (৬ জুন) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে থেকে বের করা হয় শোক মিছিল। এতে অংশ নেন শত শত মুসল্লি।
মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন ১০ মহররম। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবে পরিচিত। রাজশাহীতে ইবাদত, বন্দেগি, শোক র্যালি, পথসভা ও মোনাজাতে মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা।
সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত সাহেব বাজার জিরো পয়েন্টে বিশ্ববাংলা ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে তাজিয়া মিছিল ও পথসভা রেলগেট থেকে শুরু হয়ে মিছিলটি সাহেব বাজার জিরো পয়েন্টে এসে পথসভা ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
আয়োজিত পথসভায় বক্তব্য দেন বিশ্ববাংলা ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি ড. শাহ সৈয়দ হাসিব উল হাসান রাজা, সাবেক কাউন্সিলর অধ্যাপক আব্দুস সামাদ, আল-জামিয়াতুল আরাবিয়্যাহ রাজশাহীর সমন্বয়ক হাফেজ মো. নুরুজ্জামান, বিশ্ববাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সাদেক আলী, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন ও অর্থ সম্পাদক মো. খয়বুর আলী।
বক্তারা আশুরার গুরুত্ব ও শিক্ষা তুলে ধরে বলেন, কারবালার শহীদদের আত্মত্যাগ অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবিচল থাকার শিক্ষা দেয়।শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।
কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা জোগায়। বিশেষত শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: