[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ই-রিটার্ন

সরকারি কর্মচারীদের ই-রিটার্ন জমা বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪, ২১:৫৭

ফাইল ছবি

চলতি বছরের আগষ্টের মাঝামাঝি সময়ের দিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর দাখিল সহজ করতে অনলাইন মাধ্যম সম্পূর্ণভাবে চালু করে। সে সময় প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিপর্যায়ে ই-ট্যাক্স বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছিলেন এনবিআরের চেয়ারম্যান।

 

এর অংশ হিসেবে মঙ্গলবার (২২ অক্টোবর) এক বিশেষ আদেশে চার সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলের অধিভুক্ত সরকারি কর্মচারী, ব্যাংকার, মোবাইল প্রতিষ্ঠানের কর্মী ও ছয়টি বড় কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড ২২ অক্টোবর জারীকৃত এক আদেশে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলসমূহের অধিক্ষেত্রভুক্ত সরকারি কর্মচারীগণের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।

তালিকার প্রথমে রয়েছেন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলসমূহের অধিক্ষেত্রভুক্ত সব সরকারি কর্মচারী। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী। তৃতীয়ত, দেশের সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদেরও অনলাইনে রিটার্ন প্রদান করতে হবে।

এছাড়াও ছয়টি বড় বিদেশি কোম্পানিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদেরও বাধ্যতামূলকভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ পিএলসি।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর