বর্তমান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে দেশের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল আছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের প্রভাব পড়ছে এখন। তবে, সব পণ্যের দাম একসঙ্গে কমানো সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১১ ডিসেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব কথা জানান।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কিছুদিন পরপরই পারচেজ বৈঠক করা হয় আমদানি পণ্যের সরবরাহ ঠিক রাখতে। যাতে পণ্যের ঘাটতি না তৈরি হয়।
তিনি বলেন, সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব হয় না। মানুষকেও এটা মেনে নিতে হবে। আলুর দাম নিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল যা এখন কেটে গেছে। ক্রয় সংক্রান্ত বৈঠকে তেল, মসুর ডাল, এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। যার প্রভাব বাজারে পড়বে। বৈঠকে নতুন বছরের বই কেনা প্রসঙ্গেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, নবম-দশম শ্রেণির বই ছাপানোর জন্য অর্থ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারি মাসের যেকোনো সময়ে বই দেওয়া হবে। তবে সকল শ্রেণির বই জানুয়ারি মাসের মধ্যে দেওয়া সম্ভব না-ও হতে পারে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: