শিশুকিশোর মাসিক কিশোরকণ্ঠ পাঠক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ শহর আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টায় শহরের একটি মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন কিশোরকণ্ঠ পাঠক চাঁপাইনবাবগঞ্জ শহরের চেয়ারম্যান আব্দুল আজিজ।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সহকারী পরিচালক ইউসুফ আল গালিব, আব্দুর রহমান, আসাউল আলী, আবু জুবাইদসহ প্রমুখ।
গত ২০ ডিসেম্বর শহরের ফুঁলকুড়ি ইসলামীক একাডেমীতে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় শহরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় এক হাজার পাঁচশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষায় প্রত্যেক ক্লাস থেকে ১০ জন করে সর্বমোট ৭০ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে, তাদের মধ্যে ট্যালেন্টপুল ক্যাটাগরীতে ২১ জন, সাধারণ ক্যাটাগরীতে ৪৯ জন।
বিভিন্ন ক্যাটাগরীতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা :
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: