[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫, ১৪:৩০

ফাইল ছবি

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক ড. এহসানুল কবির পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

চাকরির বয়সসীমা শেষ হওয়ায় গত ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এরপর থেকে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল।

এদিকে, পৃথক প্রজ্ঞাপনে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশারকে প্রেষণ প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বহীন) করা হয়েছে।

আর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর