[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

"গৌড়" ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ৮ মার্চ ২০২৫, ১৯:৫৭
আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৯:০৩

ছবিঃ আলোকিত গৌড়

পবিত্র মাহে রমজানের ছয় তম দিনে "গৌড়" ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ই মার্চ ২০২৫), ০৬ রমজান ১৪৪৬ হিজরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগ অডিটোরিয়ামে (সায়েন্স লাইব্রেরির পাশে) এ আয়োজন সম্পন্ন হয়। 

ইফতার পূর্ব দোয়া মাহফিলে রমজানের বরকত, শিক্ষার্থীদের মঙ্গল ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। সংগঠনের সভাপতি মোঃ আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক মোঃ লেমন বিশ্বাসসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংগঠনের নেতৃবৃন্দ জানান, রমজানের শিক্ষাকে লালন করা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আরও বলেন, এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানো সম্ভব। 

উল্লেখ্য, "গৌড়" ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি নিয়মিত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। 

এই আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের অনুষ্ঠান তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। তারা সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে তারা আরও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালন করছেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর