[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

৪০ দিনের ছুটি শেষে ৯ এপ্রিল খুলছে স্কুল-কলেজ, ফিরছে শিক্ষাঙ্গনে প্রাণচাঞ্চল্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫, ১৪:০২

ফাইল ছবি

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির সমন্বয়ে দীর্ঘ ৪০ দিনের বিরতি শেষে আগামী ৯ এপ্রিল (বুধবার) খুলছে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। ছুটি শেষে শিক্ষাঙ্গনগুলো আবারও মুখর হয়ে উঠবে শিক্ষার্থী-শিক্ষকদের পদচারণায়, শ্রেণিকক্ষে বাজবে পাঠদানের ঘণ্টা।

গত ২৩ ডিসেম্বর ২০২৫ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী, পবিত্র রমজান, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একত্রে নির্ধারিত ছিল। ছুটি শুরু হয় ২৭ ফেব্রুয়ারি, রমজানের আগেই শেষ ক্লাসের পর।

দীর্ঘ বন্ধে ধুলোবালি জমে যাওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে আগেভাগেই পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। বাকি দুদিনে সব ক্লাসরুম প্রস্তুত করা হচ্ছে পাঠদানের জন্য।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, ছুটি শেষে বুধবার থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। যেসব শিক্ষার্থী এখনো একটি-দুটি বই পায়নি, তাদের মাঝে বই বিতরণ করা হবে। দীর্ঘ ছুটির ফলে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে, আগামী ১০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। যেসব স্কুলে কেন্দ্র থাকবে, সেখানে পরীক্ষার দিন ক্লাস বন্ধ থাকবে। তবে পরীক্ষা সকালে হলে বিকেলে সীমিত আকারে ক্লাস নেওয়া যায় কিনা, তা নিয়ে আলোচনা চলছে।

ঢাকার বেশিরভাগ স্কুলে অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীদের কিছু বই এখনও বাকি থাকলেও সেগুলো ইতোমধ্যে চলে এসেছে। শিক্ষার্থীরা স্কুলে ফিরলেই তা বিতরণ করা হবে। তবে জেলা ও উপজেলা পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত কিছু শিক্ষার্থীর বই এখনও হাতে পৌঁছায়নি। ছুটি শেষে তারাও বই পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর