৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক মোবাশ্বের মোনেম।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, "আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ১৭ জুনের মধ্যে ভাইভা সম্পন্ন করে ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।"
এদিকে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একদল চাকরিপ্রার্থী। তাদের দাবি, ৪৪তম বিসিএসের ভাইভা এখনো শেষ হয়নি, অথচ ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা সামনে। ফলে একই সঙ্গে দুই ধরনের পরীক্ষার প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।
তবে এ দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পিএসসি চেয়ারম্যান। তিনি বলেন, "যারা পড়াশোনা করছে, তারা আগে থেকেই প্রস্তুত। একই সিলেবাসে দুইটা পরীক্ষা হওয়ায় আলাদা করে প্রস্তুতির প্রয়োজন নেই।"
চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছেন, ২০২৩ সালের ২২ ডিসেম্বর শুরু হওয়া ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এখনও চলমান। অর্ধেকের বেশি প্রার্থীর ভাইভা বাকি থাকায় সময়মতো ফল প্রকাশ নিয়ে শঙ্কা রয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: