২০২৪–২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল (শুক্রবার) একযোগে সারাদেশে অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টার এই ভর্তি পরীক্ষায় ৯৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য গড়ে ২৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) নিজস্ব ৭টি অনুষদে রয়েছে ৪৩৫টি আসন, যেখানে এবার ৮ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছেন।
ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ।
গাকৃবি উপাচার্য জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এই পরীক্ষার মাধ্যমে আমরা কৃষি খাতের জন্য মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী বাছাইয়ের সুযোগ পাব। এটি দেশের কৃষি শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”
তিনি পরীক্ষার্থীদের প্রতি শান্তিপূর্ণভাবে নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান এবং সবাইকে অগ্রিম শুভকামনা জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: