কারিগরি ছাত্র আন্দোলন কৃর্তক উথাপিত ছয় দফা দাবি নিয়ে আন্দোলন করে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
এসময় কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এসে জড়ো হয়ে আন্দোলন করে। রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট,বাংলাদেশ পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা একসাথে কর্মসূচি পালন করে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০ টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে একত্রিত হওয়ার পর একসাথে আন্দোলন শুরু করে। পরবর্তীতে তারা বিন্দুর মোড় রেলগেটে অবস্থান কর্মসূচি ঘোষণা করে। এর প্রেক্ষিতেই তারা রেলগেটে অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে কয়েক ঘণ্টার জন্য সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এই অবস্থায় পুলিশ সতর্কতা অবস্থানে থাকে। শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা তাদের বলেন যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হবে তাদের অবস্থান ছেড়ে যাবে না।
এসময় তাদের 'দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইন্জিনিয়ার', দালালি না রাজপথ, রাজপথ রাজপথ' বলে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায় ।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী আহমদ শিহাব বলেন, ২০২১ সালে রাতের আঁধারে ক্রাফট ইন্সট্রাক্টর পদে নিয়োগ করা হয়। সেখানে তারা দশম গ্রেডে যে চাকরি পলিটেকনিক ছাত্রদের জন্য বরাদ্দ সেখানেও তারা ৩০% কোটা চাই, আদালত সেটা মঞ্জুর করে। গতকাল রুয়েট ও চুয়েটেও দশম গ্রেডের চাকরি সবার জন্য উন্মুক্ত করতে চাই অথচ সেটা ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক ছাত্রদের জন্য বরাদ্দ। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। গত ছয় মাস ধরে আমরা এ আন্দোলন করে যাচ্ছি অথচ আমরা আশ্বাস পেলেও বাস্তবায়ন এখন পর্যন্ত দেখিনি। তাই যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব।
জুনিয়র ইন্সট্রাক্টর পদে ডিপ্লোমা পাস করে আবেদন করা যায় তবে যেকোনো বয়সের মানুষের নিয়োগ বাতিল করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে ক্রাফট ইন্সট্রাক্টর পদে নিয়োগ সম্পূর্ণ বাতিল করাসহ মোট ছয় দফা দাবি নিয়ে আন্দোলন করে শিক্ষাথীরা।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: