[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

৪৬তম বিসিএস লিখিত পেছানোর দাবিতে ‘মার্চ টু যমুনা’, শাহবাগে চাকরিপ্রার্থীদের আটকাল পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ২২:৫৬

সংগৃহিত ছবি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি ‘মার্চ টু যমুনা’ পালন করছেন চাকরিপ্রার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে এই কর্মসূচি শুরু হয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলেও রাত ৯টার দিকে শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। এ সময় চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডাও হয়। আন্দোলনকারীরা তাদের দাবি ও সমস্যাগুলো একটি স্মারকলিপির মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ চাইলে পুলিশ জানায়, এ ধরনের দাবি সংশ্লিষ্ট দপ্তর বা মন্ত্রণালয় বরাবরই দিতে হবে।

আলোচনা ফলপ্রসূ না হওয়ায় পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল যমুনায় যেতে পারবে কি না, তা জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন পুলিশ কর্মকর্তারা।

রাত সাড়ে ৯টা পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগেই অবস্থান করছিলেন এবং পুলিশ তাদের ঘিরে রেখেছিল। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরিপ্রার্থীরা রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন। বিকেলে পিএসসির একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে কথা বললেও কোনো সমাধান আসেনি। ফলস্বরূপ, সন্ধ্যার পর তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেন।

চাকরিপ্রার্থীদের দাবি, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে আগে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করা হোক। অন্যদিকে পিএসসি জানিয়েছে, প্রশ্ন ছাপানো এবং নিরাপত্তা-সংক্রান্ত কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়েই হবে।

তবে আন্দোলনকারীরা পিএসসির এ সিদ্ধান্ত মানতে নারাজ। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর