একাদশ শ্রেণি তথা কলেজে ভর্তির সময়সীমা বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
নতুন সময়সীমা অনুযায়ী আগামী ১ আগস্ট পর্যন্ত কলেজে ভর্তি হওয়া যাবে। এবং ক্লাস শুরু হবে আগামী ৬ আগস্ট থেকে।
গতকাল বুধবার (২৪ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।
সেখানে জানানো হয়, একাদশে ভর্তির সময়সীমা আগামী ২৮ জুলাই থেকে আগামী ১ আগস্ট পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে। আর ক্লাস শুরু হবে ৬ আগস্ট থেকে।
এর আগে, একাদশ শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয় ১৫ জুলাই থেকে। যার শেষ সময় ছিল ২৫ জুলাই পর্যন্ত। এ সময় আরও বাড়ানো হলো।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: