[email protected] বৃহঃস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে তিন দিনব্যাপী জুলাই ভিত্তিক ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ১৮:৪১

ছবি: আলোকিত গৌড়

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে ‘তারুণ্যের উৎসব’ উদ্যাপন উপলক্ষ্যে তিন দিনব্যাপী জুলাই ভিত্তিক ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে ‘তারুণ্যের উৎসব’ উদ্যাপন উপলক্ষ্যে তিন দিনব্যাপী জুলাই ভিত্তিক ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়েছে।

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান এর সভাপতিত্বে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সামাদ মন্ডল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে টুকটুক তালুকদার বলেন, গণগ্রন্থাগারে আবৃত্তি প্রতিযোগিতা ছোট ছোট শিক্ষার্থীদের জন্য অনেক ফলপ্রসূ হবে। এখানে তারা বিভিন্ন বই সম্পর্কে জানবে এবং কোন তাকে কোন বই থাকে, সেটা দেখবে। এর ফলে তারা অনেক কিছু শিখতে পারবে।

তিনি বলেন, আজকের এই তরুণ প্রজন্ম ১০-১৫ বছর পরে আমরা যে চেয়ারে বসে আছি সেখানে বসবে। সেই তরুণ প্রজন্মকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে আমাদের আজকের এই আয়োজন। আমাদের নতুন বাংলাদেশে আমরা সবাই স্বাধীন, সবাই মনের ভাব প্রকাশ করতে পারি। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এসময় তিনি সন্তানদের মানসিক বিকাশ ঘটাতে পড়াশুনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণের পরামর্শ দেন।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর