বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে দেশের সরকারি পলিটেকনিকগুলোতে চলতি শিক্ষাবর্ষের ডিপ্লোমা কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)।
শিক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি বিটিইবির ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর।
তিনি বলেন, ‘ফলাফল প্রস্তুতির কাজ শেষ। টেকনিক্যাল কিছু বিষয় যাচাই চলছে। সব ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার দিনের শুরুতে শিক্ষার্থীরা ফলাফল পাবে।’
ভর্তি কার্যক্রমের সময়সূচি
প্রথম পর্যায়ের নিশ্চায়ন কার্যক্রম: ৪–৭ সেপ্টেম্বর
প্রথম পর্যায়ের মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ের ফলাফল: ৯ সেপ্টেম্বর
দ্বিতীয় পর্যায়ের নিশ্চায়ন কার্যক্রম: ১০ সেপ্টেম্বর পর্যন্ত
চূড়ান্ত তালিকা প্রকাশ: ১১ সেপ্টেম্বর
মেধাতালিকাভুক্তদের সরাসরি ভর্তি কার্যক্রম: ১৪ ও ১৫ সেপ্টেম্বর
পছন্দক্রম পরিবর্তনের সুযোগ: ২২ ও ২৩ সেপ্টেম্বর
তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ (আসন শূন্য থাকলে): ২৪ সেপ্টেম্বর
তৃতীয় পর্যায়ের নিশ্চায়ন কার্যক্রম: ২৫–২৭ সেপ্টেম্বর
ভর্তি কার্যক্রম শেষ: ২৯ সেপ্টেম্বর
গত ২৯ আগস্ট সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিরতির পর এবারই প্রথমবারের মতো সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা নেয় বিটিইবি। ৪২ হাজার ৭০০ শূন্য আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন প্রায় ৬০ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: