[email protected] বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৬ কার্তিক ১৪৩২

বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৮:৫০

সংগৃহিত ছবি

এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য বাড়িভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন তারা।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি জানান, “আজ থেকে আমাদের কর্মসূচি আমরণ অনশনে রূপ নিয়েছে। ইতোমধ্যে চারজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রায় সবাই অসুস্থ হয়ে পড়ছেন। এই অনশন চলাকালে কোনো প্রাণহানি ঘটলে এর দায় শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারকে নিতে হবে।”

অধ্যক্ষ আজিজী অভিযোগ করে বলেন, “আবরার সাহেবের কূটচালে যদি সরকার পা দেয় এবং শিক্ষকদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায়, তবে সারা দেশ থেকে লং মার্চ করে শিক্ষা উপদেষ্টার অফিস তালা দেওয়া হবে। আমরা আবরারের কোনো সিদ্ধান্ত মানি না, তাকে উপদেষ্টা হিসেবেও মানি না। যদি তিনি কিছু করতে চান, তাহলে আমাদের দাবি মেনে প্রজ্ঞাপন দিতে হবে—অন্যথায় তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।”

কর্মসূচি প্রসঙ্গে তিনি আরও জানান, যারা শহীদ মিনারে উপস্থিত থাকতে পারবেন না, তারা প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিজ নিজ জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর