[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

“এই কোর্স তো আমার হাতে, কীভাবে পাস করিস দেখে নেব।”

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৪, ২২:৩৪

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, মানসিকভাবে হেনস্তা, অহেতুক হুমকি দেওয়া এবং অযাচিত স্বেচ্ছাচারিতায় অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষক ড. অনীক কৃষ্ণ কর্মকার এর সুষ্ঠ বিচারের দাবিতে অবস্থান কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) প্যারিস রোডে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচী পালন এবং উপাচার্য বরাবর অভিযোগ ও স্মারকলিপি জমা দেন।

শিক্ষার্থীরা জানান, "এই কোর্স তো আমার হাতে, কিভাবে পাস করিস দেখে নেবো", পরীক্ষা কমিটিতে আছি এইবার,ভাইবা পার হবি কীভাবে দেখে নেব" ইত্যাদি নানা কটুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের মনোবল ভেঙ্গে দেন তিনি।

এছাড়াও মডারেশনের পরে প্রশ্ন ফাঁস, রি অ্যাডমিটেড শিক্ষার্থীদের তুচ্ছতাচ্ছিল্য করা, চতুর্থ বর্ষের প্রজেক্ট পেপারে সই না করা, ক্লাসে অযথা কান ধরে বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখাসহ আরও অনেক অভিযোগ তুলে ধরেন শিক্ষার্থীরা।

ফলিত রসায়ন বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, "স্বৈরাচার অনীক কৃষ্ণ কর্মকার একটা আতংকের নাম। তার নিয়োগ নিয়েও আমাদের প্রশ্ন আাছে, কারণ তিনি অনার্সে সেকেন্ড ক্লাস পেয়েছিলেন। অনার্সে সেকেন্ড ক্লাস পেয়েও কিভাবে শিক্ষক হয় তা খতিয়ে দেখার বিষয়।"

কর্মসূচিতে শিক্ষার্থীরা 'একই কোর্সে সবার রেজাল্ট খারাপ কেন?', 'থিওরি দিয়ে ল্যাব নয়, হাতে কলমে ল্যাব হয়', 'শিক্ষক কেন গ্রুপিংয়ের ইন্ধনদাতা?', 'পরীক্ষার খাতায় দুর্নীতি কেন', 'ব্যক্তিগত আক্রোশ খাতায় কেন', 'তুই কি পাশ করে বের হতে পারবি?: বানিতে স্যার', 'কিছু শিক্ষার্থীকে অতিরিক্ত সুবিধা কেন?', 'ইদের দিন সিটি কেন?', 'তোদেরকে দেখে নিবো: বানীতে স্যার', 'রি-এডমিশনের সাথে তুচ্ছতাচ্ছিল্য কেন' সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর