[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ঢাবি ছেড়ে বাংলা ধর, বৈষম্য দূর কর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ২১:২২

সংগৃহিত ছবি

সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, পিএসসি'র চেয়ারম্যান ও মেম্বার, বিভিন্ন সরকারি চাকরির কর্মকর্তা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আজ (বৃহস্পতিবার) সাধারন শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে।

সেই সমাবেশে একজন শিক্ষার্থী বলেন," শুধুমাত্র ঢাবিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা যদি কয়েকটি উল্লেখযোগ্য দেখি যেমন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, মেম্বার সহ প্রতিটি সেক্টরে শুধু ঢাবিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।"

সমাবেশে উপস্থিত আরও একজন শিক্ষার্থী বলেন," বাংলাদেশের প্রধান বিচারপতি থেকে শুরু করে পিএসসি’র চেয়ারম্যান ও মেম্বার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাড়া শহিদ আবু সাইদ ভাইয়ের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি পর্যন্ত ঢাবিকে প্রাধন্য দেওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা চাই সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মূল্যায়ন করা হোক।"
এসময় তারা আরও বলেন, বাংলাদেশের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে বাংলাদেশের সকল ছাত্র ও জনতা।সেখানে যে দুইজন প্রতিনিধি গেছে তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই বিষয়েও তারা দুঃখ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানায়।
ঢাবির এই বৈষম্যমূলক আচারনের প্রতিবাদে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের হয়ে আন্দোলন শুরু করেছে বলে জানায়।
ঢাবির এই বৈষম্যমূলক আচারনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক, সালাউদ্দিন আম্মার তার ফেইসবুক আইডিতে একটি পোষ্ট লিখেন। পোস্টটি হলো-
"আন্দোলনে রাবি-
আন্দোলন শুরু-
রাবি - ৫ জুন
ঢাবি - ৫ জুন
প্রথম পথনাটক -
রাবি - ৮ জুন
ঢাবি - নাই
হল ছাত্রলীগ মুক্ত-
রাবি - ১৬ জুলাই
ঢাবি - ১৬ জুলাই
তুমি কে আমি কে স্লোগান-
রাবি- ১৫ জুলাই
ঢাবি -১৫ জুলাই
সব থেমে গিয়ে কারফিউয়ের সময় যখন গোটা বাংলাদেশ নিস্তব্ধ তখন উত্তরবঙ্গের ১০০ সন্তান নিয়ে মাঠে নামলাম আমরা-
Shame shame dictator
(সারাদেশ আবার জাগ্রত হয়ে গেলো যেটার ক্রেডিটও ঢাকা বিশ্ববিদ্যালয় দিবেনা কখনো।)
বিজয়ের পরে সব জেলার আগে শহীদ ভাইদের তালিকা আহত ভাইদের সকল তালিকা -
রাবি - ৮ তারিখ তালিকা করা শেষ
ঢাবি - এখনো নেই
এবার আসি ফলাফল-
ছাত্র থেকে উপদেষ্টা, পিএস-
রাবি - ০
ঢাবি - ৩ জন
শিক্ষক থেকে উপদেষ্টা -
রাবি - ০
বিভিন্ন উচ্চপদে -
রাবি - ০
ক্রেডিটে -
রাবি - ০
(কেন্দ্রীয় সমন্নয়করা আন্দোলনের আগে ভাই ভাই করে পাগল হয়ে যেতো আর এখন ২/৩ জন বাদে বাকিদের আচরণ দেখলে মনে হয় উত্তরবঙ্গের মানুষকে মাঠে নিয়ে নামাটা আমাদের ভুল ছিলো।)
ভুলকে ভুল বলার জন্য জন্ম হোক সবার।
ধন্যবাদ।"
রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফেইসবুক গ্রুপ ও পেইজে এই বিষয়ে অনেক সাধারণ শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেনএবং এই বৈষম্যের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি দেন। তারা এটাও বলেন যে, " ছাত্র সমাজ কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, তারা বৈষম্যের বিরুদ্ধে। "

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর