চাঁপাইনবাবগঞ্জে জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ শহরস্থ শহীদ সাটু হল অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে এবং জাবালুন নূর মাদ্রাসার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমির ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর নুরুল ইসলাম বুলবুল, 'কুরআনের পাখি' খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী ও অন্যান্য স্থানীয় ওলামায়ে কেরামগণ।
সভাপতির বক্তব্যে মাওলানা আবুজার গিফারী বলেন, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়্যা জেলার আর দশটি মাদ্রাসা মতো মাদ্রাসা নয়। আমাদের লক্ষ্য শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, এই মাদ্রাসার মাধ্যমে সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাই। এখান থেকে এই যুগের ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ী, এবং বিশ্ব ইসলামী নেতৃত্ব তৈরি হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, এই মাদ্রাসার স্বপ্ন যারা দেখেছেন তাদের আশা-আকাঙ্খার চাইতেও শ্রেষ্ঠ মানুষ যেন এই মাদ্রাসায় তৈরি হয় আমি এই দোয়া করি।
তিনি আরও বলেন, এখানে শিক্ষক যারা আছেন তারা এটাকে চাকরি মনে করবেন না। এটাকে যুদ্ধ মনে করবেন। এই যুদ্ধ কোয়ালিটি, ইমানদার ও মুজাহিদ তৈরির যুদ্ধ।
সেখানে জেলার বিভিন্ন আলিয়া ও কওমি মাদ্রাসার প্রধানগণ বক্তব্য রাখেন। এবং অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: