চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৮৮ টি টিফিন বক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার সভাকক্ষে রাধানগর ইউনিয়ন পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের টিফিনবাক্স বিতরণ করা হয়।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাকিব হাসান তরফদারসহ অন্যান্যরা।
উল্লখ্য, ২০২৩-২৪ ইং অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল বিবিজি (২য় কিস্তি) এর আওতায় রাধানগর ইউনিয়নের রোকুনপুর পূর্বপাড়া ও সিদ্ধিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৮৮ টি টিফিন বক্স বিতরণ করা হয়।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: