[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১৮:০৩

ছবি: সংগৃহীত

বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ। আজ সোমবার কলেজের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত আগামীকাল মঙ্গলবার কবি নজরুল সরকারি কলেজের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।’

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ দু’দিন বন্ধ ঘোষণা করা হয়। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের জেরে এ ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়। তিনি বলেন, সোম ও মঙ্গলবার কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে মঙ্গলবারের অনার্সের ফাইনাল পরীক্ষাও স্থগিত থাকবে।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর