ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ব্যবহারকারীদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে নকশায় পরিবর্তন আনছে। এছাড়াও, সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্টের দিকে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। দ্য ইনফরমেশনের এক প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর মতো প্রতিযোগীদের সঙ্গে টেক্কা দিতে ইউটিউব তৃতীয় পক্ষের কনটেন্ট যুক্ত করার পরিকল্পনা করছে।
ইউটিউবে অতিরিক্ত বিজ্ঞাপন ব্যবহারকারীদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞাপননির্ভর মডেলের পাশাপাশি বিকল্প আয়ের উৎস তৈরি করতে ইউটিউব প্রাইমটাইম চ্যানেলস সম্প্রসারণের দিকে মনোযোগ দিচ্ছে। তবে, সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্টকে ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করে তোলা এবং স্বাভাবিক ব্রাউজিং অভিজ্ঞতা বজায় রাখাই মূল চ্যালেঞ্জ।
নতুন নকশায় ইউটিউব অ্যাপের ইন্টারফেস নেটফ্লিক্স বা ডিজনি প্লাসের মতো হতে পারে, যেখানে বিভিন্ন অনুষ্ঠান সারিবদ্ধভাবে প্রদর্শিত হবে। সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্টের জন্য প্রাইমটাইম চ্যানেলস বিভাগকে আরও সুসংগঠিত ও সহজলভ্য করা হবে।
ইউটিউবের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক কার্ট উইলমস জানান, ব্যবসায়িক মডেল বা কনটেন্টের ধরন যাই হোক, ইউটিউবে সবকিছু একই প্ল্যাটফর্মে থাকবে। নতুন ডিজাইনের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিও নির্দিষ্ট শো পেজে পর্ব ও সিজন অনুযায়ী সাজাতে পারবেন।
এই পরিবর্তনের মাধ্যমে ইউটিউব ব্যবহারকারীদের জন্য আরও সুবিন্যস্ত এবং সহজ ব্রাউজিং অভিজ্ঞতা তৈরি করতে চাইছে। পাশাপাশি, সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে প্ল্যাটফর্মটির আয় বৃদ্ধিরও লক্ষ্য রয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: