ইসরায়েলের বেপরোয়া বিমান হামলায় লেবানন ও গাজায় আরও প্রাণহানির ঘটনা ঘটেছে। হিজবুল্লাহর সঙ্গে চার মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল নতুন করে লেবাননে হামলা শুরু করেছে।
ইসরায়েলি বাহিনীর হামলায় দক্ষিণ লেবাননে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে। এর আগে লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা লেবানন থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করেছে এবং দুটি রকেট লেবাননের ভূখণ্ডে পড়েছে।
শনিবার সকাল থেকে ইসরায়েলের বোমা হামলায় গাজায় ৩৪ জন নিহত হয়েছে, যার মধ্যে পাঁচজন শিশু। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে।
৪৯,৭৪৭ জন ফিলিস্তিনি নিহত। ১,১৩,২১৩ জন আহত। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি—৬১,৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
ইয়েমেনি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রেখেছে। হোদেইদা বিমানবন্দরে তিনটি হামলা। লোহিত সাগরের আল সালিফ বন্দরে হামলা।
হুথি বিদ্রোহীরা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীরা। তারা ঘোষণা দিয়েছে, ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চলতে থাকলে এই হামলা অব্যাহত থাকবে।
সূত্র: আল-জাজিরা
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: