[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

পাপুয়া নিউ গিনিতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ও প্রত্যাহার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৫, ১৪:১২

সংগৃহিত ছবি

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন অঞ্চলের উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প।

শনিবার (৫ এপ্রিল) ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৪৯ কিলোমিটার গভীরে এ কম্পনের উৎপত্তি ঘটে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, নিউ ব্রিটেন দ্বীপের পূর্ব দিকে ১৯৪ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পটির কেন্দ্র।

ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র সুনামি আশঙ্কায় সতর্কতা জারি করেছিল। পাপুয়া নিউ গিনির উপকূলে তিন মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পর কিছুক্ষণ পরেই সেই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।

নিকটবর্তী সলোমন দ্বীপপুঞ্জেও ভূমিকম্পের প্রভাবে ০.৩ মিটার উচ্চতার ছোট ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল, সেটিও পরে প্রত্যাহার করা হয়।

নিউ ব্রিটেন দ্বীপে প্রায় পাঁচ লাখ মানুষ বসবাস করে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, একই সময়ে মিয়ানমারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। থাইল্যান্ডের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে মিয়ানমারে ১.৯ থেকে ৫.৬ মাত্রার একাধিক ভূমিকম্প আঘাত হানে।

উল্লেখ্য, পাপুয়া নিউ গিনি অবস্থিত ‘রিং অব ফায়ার’ বা ‘আগ্নেয় বৃত্তে’, যা পৃথিবীর সবচেয়ে ভূকম্পন সক্রিয় অঞ্চল। এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে থাকে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর