যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে বাকস্বাধীনতা দমনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।
শনিবার আয়োজিত এই প্রতিবাদ ছিল ২০২৩ সালের অক্টোবরের পর সবচেয়ে বড় গণজমায়েত।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে আসা অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি, আরব, মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। বিক্ষোভকারীরা মার্কিন সরকারের ইসরায়েলপন্থী অবস্থান এবং ফিলিস্তিনে চলমান সহিংসতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তারা প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন ইসরায়েলের চরমপন্থি সরকারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি, ইসরায়েলকে দেওয়া সামরিক ও অর্থনৈতিক সহায়তা অবিলম্বে বন্ধ করারও দাবি জানান।
প্রতিবাদের এক গুরুত্বপূর্ণ দিক ছিল—ফিলিস্তিনের অধিকারে সমর্থনকারী মার্কিন শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেপ্তারের বিরুদ্ধে অবস্থান। বিক্ষোভকারীরা রাস্তার পাশে নানা রঙের শিশুর জুতা সাজিয়ে রাখেন, যা গাজায় নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা ও প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
এছাড়া, নিহত ফিলিস্তিনিদের নাম লেখা বিশাল ব্যানার প্রদর্শন করা হয়, যা আন্দোলনের বার্তা আরও শক্তিশালী করে তোলে।
এই প্রতিবাদ শুধু ওয়াশিংটন ডিসিতে সীমাবদ্ধ ছিল না—যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর ও ইউরোপের বিভিন্ন নগরীতেও পালিত হয়। ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’-এর অংশ হিসেবে এই বিক্ষোভগুলো ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতি ও গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে একত্রিত প্রতিবাদের রূপ নেয়।
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষার আহ্বান জানান আন্দোলনকারীরা।
তথ্যসূত্র: ওয়াফা নিউজ এজেন্সি
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: