[email protected] শনিবার, ৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই ২০২৫, ১৫:০৫
আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৫:০৭

ছবি: সংগৃহিত

আফগানিস্তানে তালেবান শাসনের চার বছর পর এবার তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এর মাধ্যমে তালেবান সরকারের প্রতি সমর্থনের বার্তা দিলো মস্কো। বৃহস্পতিবার (৩ জুলাই) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আফগানিস্তানে নিযুক্ত নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে তালেবান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করতে চায় রাশিয়া।

বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্বাস করি, আফগান সরকারের স্বীকৃতি আমাদের পারস্পরিক সহযোগিতায় গতি আনবে।

তালেবান সরকারের পক্ষ থেকেও এ পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে বৈঠকের দৃশ্য দেখা যায়।

মুত্তাকি বলেন, এই সাহসী সিদ্ধান্ত অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হবে।’ তিনি আরও বলেন, ‘স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, আর রাশিয়া সবার আগে এই পথে হাঁটলো।

এর আগে, ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর তালেবান দেশটির ক্ষমতা দখল করে। এরপর থেকে বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে কূটনৈতিক পর্যায়ে কিছু দেশের সঙ্গে যোগাযোগ ও কার্যক্রম চলছিল।

রাশিয়ার এই স্বীকৃতির মাধ্যমে প্রথমবারের মতো তালেবান সরকার আন্তর্জাতিক অঙ্গনে আনুষ্ঠানিক বৈধতা পেল। বিশ্লেষকদের মতে— এটি আফগানিস্তানের রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।

সূত্র: আল জাজিরা

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর