কয়েকবার ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলাম কিন্তু ঘুমাতে পারলাম না। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরেই আবিষ্কার করলাম তোমার প্রতি আমার ভালোবাসা।
তোমাকে স্বপ্নে লোচন করে হুট করেই আমার ঘুম ভেঙে গেল।। কয়েকবার ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলাম কিন্তু ঘুমাতে পারলাম না। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরেই আবিষ্কার করলাম তোমার প্রতি আমার ভালোবাসা প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চের চেয়েও গভীর, এন্টার্কটিকা মহাদেশের মতো শান্ত। সাহারা মরুভূমিরতে যে পরিমান বালুকণা বিদ্যমান তার বিপরীতে আমি তোমাকে সেই পরিমাণ বলতে চাই 'আমি তোমাকে ভালোবাসি'।
এরপরেও আমার অবুঝ মনকে মানাতে পারব না যে আমি আমার ভালোবাসা পরিপূর্ণভাবে প্রকাশ করেছি। তুমি আমার জীবনের এমন একটা অংশ যে অংশটা না থাকলে আমার মধ্যে পূর্ণতা থাকতো না। তোমার সাথে সাত সমুদ্র পাড়ি দিতে চাই, হিমালয় পর্বতের চূড়ায় উঠে তোমাকে আলিঙ্গন করে বলতে চাই "আমি তোমাকে ভালোবাসি আমার কলিজা সারাজীবন আমার পাশে এভাবেই থেকো তুমি"।
আমি যদি ফিনিক্স পাখি হতাম তবে নতুনভাবে এসে বলতাম আমি তোমাকে ভালোবাসি আগের মতোই, আমার স্মৃতিপটে তুমি সর্বক্ষণ আছো। তোমার কাজল কালো চোখ বা গালের নিচে তিল যতবারই দেখি ততবারই পুলকিত হই। মনে পরে যায় তোমার সাথে নির্জনতায় কাটানো ভালোবাসার সুন্দর মূহুর্তগুলো। তোমার আমার ভালোবাসা চলবে আজন্মকাল ধরে। যদি আমি সাতবার জন্মও নিতাম তবে প্রত্যেকবারই তোমাকেই চাইতাম আমার সুকেশিনী।
তোমার প্রতি ভালোবাসায় আমি এতোটাই শিক্ত যে যখনই তোমাকে নিয়ে লেখি তখনই চোখের কোণে মহাসমুদ্রের জল জমা হয়ে যায়।
একজন প্রেমিক (স্বামী) তার প্রেমীকার (স্ত্রী) প্রতি।
[পর্ব - ১]
লিখেছেন- মোঃ রহমাতুল্লাহ, এমবিবিএস প্রথম বর্ষ, রাজশাহী মেডিকেল কলেজ
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: