[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১৫:৫৭

ফাইল ছবি

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আগামী ২০ এপ্রিল মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১০ মার্চ) ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে আইন ও রীতির কোন পরিবর্তন নেই। নিবন্ধনের জন্য আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

দেশে সব মিলিয়ে এখন নিবন্ধিত দলের সংখ্যা ৪৯।

ইসি জানায়, নিবন্ধীকরণে আগ্রহী রাজনৈতিক দলকে নিজস্ব লেটারহেড প্যাডে দরখাস্ত করতে হবে এবং দরখাস্তের সঙ্গে জরুরি দলিলাদি সংযুক্ত করতে হবে।

(ক) দলের গঠনতন্ত্র;

(খ) দলের নির্বাচনি ইশতেহার, যদি থাকে;

(গ) দলের বিধিমালা, যদি থাকে;

(ঘ) দলের লোগো এবং পতাকার ছবি:

(ঙ) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা সমমানের কমিটির সকল সদস্যের পদবীসহ নামের তালিকা;

(চ) দলের নামে রক্ষিত ব্যাংক একাউন্ট নম্বর ও ব্যাংকের নাম এবং উক্ত অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতি:

(ছ) দলের তহবিলের উৎসের বিবরণ;

(জ) দলের নিবন্ধনের দরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুকূলে প্রদত্ত ক্ষমতাপত্র;

(ক) নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য পাঁচ হাজার টাকা নির্বাচন কমিশন সচিবালয়ের বরাবরে জমাকৃত ট্রেজারি চালানের কপি জমা দিতে হবে।

(অ) বাংলাদেশ স্বাধীন হবার পর হতে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোন একটিতে দলীয় নির্বাচনি প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন লাভের সমর্থনে প্রামাণিক দলিল

অথবা

(আ) বাংলাদেশ স্বাধীন হবার পর হতে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোন একটিতে দরখাস্তকারী দল নির্বাচনে অংশগ্রহণকৃত নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোট সংখ্যার শতকরা পাঁচ ভাগ ভোট লাভের সমর্থনে কমিশন জমা দিতে হবে।

(ই) দলের কেন্দ্রীয় কমিটিসহ, যে নামেই অভিহিত হোন না কেন, একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর, প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তর এবং উপজেলা বা,ল মেট্রোপলিটন থানায় কার্যকর দপ্তর এবং প্রতি উপজেলায় বা থানায় দুইশত ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত থাকার সমর্থনে প্রামাণিক দলিল লাগবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর