[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১৪:২৭

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটি ঘোষণা সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এই ঘোষণার ফলে সরকারি চাকরিজীবীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে।

জরুরি পরিষেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা। হাসপাতাল, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন। জরুরি কাজে সম্পৃক্ত সরকারি অফিস। ব্যাংকিং কার্যক্রম: বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

আদালতের কার্যক্রম: সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

ঈদের ছুটির সময়সূচি, ২৬ মার্চ (বুধবার): স্বাধীনতা দিবস (ছুটি)। ২৭ মার্চ (বৃহস্পতিবার): অফিস খোলা। ২৮ মার্চ (শুক্রবার): শবে কদরের ছুটি। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল: ঈদুল ফিতরের ছুটি। ৩ এপ্রিল (বৃহস্পতিবার): নির্বাহী আদেশে ছুটি। ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার): সাপ্তাহিক ছুটি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) ঈদুল ফিতর উদযাপিত হবে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ৩১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা প্রবল।

এবারই প্রথম ঈদে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র দু'দিন অফিস খোলা থাকবে।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতিবছরই রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর