[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৫, ২০:০৯

সংগৃহিত ছবি

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগের সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করা হয়। বৈঠকে দুই নেতা বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে ভুটানি বিনিয়োগকারীদের অংশগ্রহণের আহ্বান জানান। এছাড়া, উত্তর কুড়িগ্রামে ভুটানের জন্য নির্ধারিত ডেডিকেটেড ইকোনমিক জোনের সর্বশেষ অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

ভুটানের প্রধানমন্ত্রী জানান, ভুটানি বিনিয়োগকারীরা ফল প্রক্রিয়াকরণ ও অন্যান্য কারখানায় বিনিয়োগ করবে এবং আঞ্চলিক বাজারে রপ্তানি বাড়াবে। তিনি বাংলাদেশের কাছে ডেডিকেটেড ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ চেয়ে সহযোগিতা চান, যার প্রতি প্রধান উপদেষ্টা পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভুটানি শিক্ষার্থীদের জন্য বিশেষত মেডিকেল শিক্ষায় আরও সুযোগ সম্প্রসারণে ঢাকা আগ্রহী।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

ভুটানের প্রধানমন্ত্রী বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করায় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের নেতৃত্বে এ আঞ্চলিক জোট নতুন গতিশীলতা পাবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর