[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ডব্লিউসিসি'র সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ: অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ২০:১৪

সংগৃহিত ছবি

ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চ (ডব্লিউসিসি)-এর সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় ড. জেরি পিলে আজ রাজধানীর যমুনা স্টেট গেস্ট হাউসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেইজ 'Chief Adviser GOB' থেকে জানানো হয়, বৈঠকে ড. পিলে অন্তর্বর্তী সরকারের প্রতি ও শান্তি, ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি ডব্লিউসিসি'র পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

রেভারেন্ড পিলে বলেন, “আপনার নেতৃত্বে আমরা ঐক্য, শান্তি এবং ন্যায়নিষ্ঠ সমাজের এক শক্তিশালী প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। দুই দশক পর এই সফর আমাদের অঙ্গীকারের প্রতিফলন।”

অধ্যাপক ইউনূস ডব্লিউসিসি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা আমাদের সেরাটা দিচ্ছি। উত্থান-পতন থাকবেই, তবে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।” তিনি ভবিষ্যতেও ডব্লিউসিসি’র সমর্থনের প্রত্যাশা করেন।

ডব্লিউসিসি সাধারণ সম্পাদক জানান, সংগঠনটি অধ্যাপক ইউনূসের “৩-জিরো ভিশন”— শূন্য নিট সম্পদ কেন্দ্রীভবন, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ—এর সঙ্গে একমত। জলবায়ু অভিযোজন প্রচেষ্টায় বাংলাদেশের নেতৃত্বেরও তিনি প্রশংসা করেন। উল্লেখযোগ্যভাবে, গাজীপুরে ডব্লিউসিসি’র বাংলাদেশ অধ্যায় একটি জলবায়ু কেন্দ্র চালু করেছে।

সাক্ষাতে ধর্ম বিষয়ক মন্ত্রী ড. এ এফ এম খালিদ হাসান, ডব্লিউসিসি প্রোগ্রাম এক্সিকিউটিভ দীনেশ সুনা, এফপিসিবি সভাপতি বিশপ ফিলিপ অধিকারি, এনসিসিবি সভাপতি (অব.) উইং কমান্ডার ক্রিস্টোফার অধিকারি এবং সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় দীপক দাস উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর