রবিবার (২০ এপ্রিল) রাজধানীর স্টেট গেস্ট হাউস যমুনাতে ইউনেস্কোর মহাপরিচালক (২০২৫-২০২৯) পদপ্রার্থী ও মেক্সিকোর নাগরিক গ্যাব্রিয়েলা রামোস পাটিনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
গ্যাব্রিয়েলা পাটিনা বাংলাদেশের উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতির প্রশংসা করে বলেন, "বাংলাদেশ প্রমাণ করেছে কিভাবে স্থিতিস্থাপকতা, নীতির প্রতিশ্রুতি ও ইকুইটির উপর গুরুত্ব আরোপ করে টেকসই পরিবর্তন আনা যায়। ইউনেস্কো বাংলাদেশকে শুধু একটি সদস্য রাষ্ট্র হিসেবে নয়, বরং একজন সক্রিয় ও প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবে দেখে।"
তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, “আপনার নেতৃত্ব এক জটিল রূপান্তরের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনার নিয়োগ কেবল বাংলাদেশের জন্য নয়, বরং নীতিনিষ্ঠ ও স্বচ্ছ শাসনের প্রতি আস্থাশীল সকল মানুষের জন্য আশা জাগানিয়া।”
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ইউনেস্কোতে পাটিনার প্রার্থীতা এবং তার সফরকে স্বাগত জানিয়ে বলেন, "আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য জনগণের আস্থা পুনরুদ্ধার ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা।”
তিনি আরও উল্লেখ করেন, “সম্প্রতি অনুষ্ঠিত বিআইডিএ বিনিয়োগ সম্মেলন ছিল কেবল একটি অনুষ্ঠান নয়; এটি একটি বার্তা ছিল যে বাংলাদেশ উন্মুক্ত, সংস্কারমুখী ও দায়িত্বশীল প্রবৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত মেক্সিকোর অনাবাসী রাষ্ট্রদূত জনাব ফেদেরিকো সালাস এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: