প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার (২১ এপ্রিল) ঢাকার স্টেট গেস্ট হাউস যমুনায় ইউন্নান প্রদেশের গভর্নর ওয়াং যুবোর সঙ্গে বৈঠকে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন।
বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টার আহ্বান
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার (২১ এপ্রিল) ঢাকার স্টেট গেস্ট হাউস যমুনায় ইউন্নান প্রদেশের গভর্নর ওয়াং যুবোর সঙ্গে বৈঠকে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন।
বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা ভালো প্রতিবেশী হতে চাই, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ, আমরা ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই।” তিনি তাঁর সাম্প্রতিক চীন সফরকে বাংলাদেশ-চীন সম্পর্কের মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে বর্ণনা করেন এবং চীনের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন।
গভর্নর ওয়াং ইউবো বলেন, “ইউন্নান দক্ষিণ এশিয়ার জন্য চীনের ‘ওপেন হাব’ হিসেবে কাজ করতে প্রস্তুত।” তিনি যৌথভাবে স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য এবং যুব বিনিময় কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
অধ্যাপক ইউনূস কুনমিংয়ে বাংলাদেশি রোগীদের জন্য চারটি হাসপাতালের মাধ্যমে মেডিকেল ট্যুরিজম চালুর চীনা সহায়তাকে ‘নতুন অধ্যায়’ হিসেবে অভিহিত করেন।
শিক্ষা খাতেও দুই পক্ষ একমত হন। বর্তমানে চীনে অধ্যয়নরত প্রায় ৪০০ বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন ইউনূস। তিনি বলেন, “আমরা আমাদের তরুণদের ভাষা ও প্রযুক্তি শিক্ষায় চীনের সঙ্গে যুক্ত করতে চাই।”
বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: