[email protected] বৃহঃস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২

বিএনপি পিআর পদ্ধতি চায় না: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ২২:২১

সংগৃহিত ছবি

দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষে ১০০ আসনের বিষয়ে বিএনপি আংশিক সম্মতি জানালেও এই আসন নির্বাচনে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতির বিরোধিতা করেছে দলটি।

তারা চায়, সংরক্ষিত নারী আসনের মতো আসনভিত্তিক নির্বাচনের মাধ্যমে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের ১৪তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “যারা উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবেন, তাদের নির্বাচনপদ্ধতির বিষয়ে আমরা বলেছি— সংবিধান অনুসারে সংরক্ষিত নারী আসন যেভাবে নির্বাচিত হয়, সেই আসনভিত্তিক নির্বাচন পদ্ধতিই আমরা চাই। পিআর পদ্ধতিতে আমাদের আপত্তি আছে।”

সালাহউদ্দিন আহমদ জানান, এদিন ঐকমত্য কমিশনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে বিস্তর আলোচনা হয়। তিনি বলেন, “দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত হলেও, তার গঠন প্রক্রিয়া নিয়ে এখনো ঐকমত্য হয়নি। নানা ধরনের মতভেদ রয়েছে।”

বিএনপি তাদের পূর্বঘোষিত ৩১ দফার ভিত্তিতেই প্রস্তাব তুলে ধরেছে জানিয়ে তিনি বলেন, “আমরা বলেছি, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হলে সেখানে দেশের বিভিন্ন সেক্টরের বিশিষ্টজন, পেশাজীবী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “এ বিষয়টি নিয়ে এখনো কোথাও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ কেউ তো এমন প্রশ্নই তুলেছেন— আদৌ দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট দরকার কি না।”

এদিনের আলোচনায় সংবিধান সংশোধনসংক্রান্ত বিষয়ও উঠে আসে বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, “আমরা প্রস্তাব করেছি, সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮, ৪৮, ১৪২ এবং তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত অনুচ্ছেদগুলো সংসদে পাস হওয়ার পর গণভোটের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন দেওয়া উচিত। এ প্রস্তাবটি গৃহীত হয়েছে।”

বিএনপির এই অবস্থান মূলত উচ্চকক্ষ গঠনে প্রতিনিধিত্ব ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে চলমান রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমতের একটি দৃষ্টান্ত। বিষয়টি নিয়ে কমিশনের পরবর্তী আলোচনাতেও বিতর্ক অব্যাহত থাকবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর