[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

সৌদি-বাংলাদেশসহ বিশ্বব্যাপী একই দিনে ঈদের সম্ভাবনা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ১৯:১৭

সংগৃহিত ছবি

সাধারণত প্রতি বছর সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরের দিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে এবার ব্যতিক্রম হতে যাচ্ছে, বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশ একই দিনে পবিত্র ঈদ পালন করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজার্ভেশন টিম (বিডাব্লিউওটি)।

সংস্থাটির জ্যোতির্বিজ্ঞান বিশ্লেষণ অনুযায়ী (৩০ মার্চ) রোববার বাংলাদেশে চাঁদ দেখা যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। ওইদিন ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে, এবং চাঁদ দিগন্তের ওপরে থেকে সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে (সূর্যাস্তের ১ ঘণ্টা ৪ মিনিট পর) অস্ত যাবে। এ সময় চাঁদের বয়স হবে প্রায় ২৬ ঘণ্টা যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট। এছাড়া আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস থাকায় চাঁদ দেখতে কোনো বাধার কথা বলা হচ্ছে না। 

বিশ্বব্যাপী একই তারিখে ঈদের সম্ভাবনা নিয়ে বিডাব্লিউওটি জানায়, ৩০ মার্চ সন্ধ্যায় শুধু বাংলাদেশেই নয়, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন অঞ্চলেও নতুন চাঁদ দেখা যাবে। কেবল পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ (যেমন ফিজি, সামোয়া) স্থানীয় সময় অনুযায়ী ২৯ মার্চ চাঁদ দেখতে পাবে। ফলে প্রায় সারা বিশ্বেই এবার ১০ এপ্রিল ২০২৪ (৩০ মার্চ চাঁদ দেখা গেলে) একই দিনে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

সাধারণত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে মধ্যপ্রাচ্যের চেয়ে একদিন পরে ঈদ পালন করা হয়, কারণ চাঁদ দেখা পিছিয়ে থাকে। কিন্তু এবার চাঁদের অবস্থান অনুকূলে থাকায় ভারতীয় উপমহাদেশও মধ্যপ্রাচ্যের সাথে তাল মিলিয়ে ঈদ পালন করতে পারে। এমন ঘটনা বিরল, কারণ বেশিরভাগ সময়ই একদিনের ব্যবধান থেকে যায়। 

ঈদের তারিখ চূড়ান্ত হবে স্থানীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। তবে বিজ্ঞানীরা ইঙ্গিত দিচ্ছেন যে, এবার আবহাওয়া ও জ্যোতির্বিজ্ঞানের অনুকূল অবস্থার কারণে বিশ্বজুড়ে ঈদের ঐক্য সম্ভাবনা প্রবল।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর