[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২

হজ্বের খুতবায় মুসলিম উম্মাহকে ঐক্যের আহ্বান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৫ জুন ২০২৫, ১৮:৫১

সংগৃহিত ছবি

পবিত্র হজ্বের খুতবায় মুসলম উম্মাহর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

তিনি বলেন, ঈমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ঈমানদারের বৈশিষ্ট্য। আর শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা।

আজ বৃহস্পতিবার (৫ জুন) পবিত্র আরাফার ময়দানে সারাবিশ্বের হাজিদের সামনে খুতবায় তিনি এ আহ্বান জানান।

শায়খ সালেহ বিন হুমাইদ বলেন, আল্লাহ তায়ালা ইসলামকে মানবজাতির জন্য দ্বীন হিসেবে পছন্দ করেছেন। যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো, তাহলে আল্লাহ তোমাকে তার বন্ধু বানিয়ে নেবেন।

তিনি বলেন, ইসলামে ধর্মের তিনটি স্তর রয়েছে। এর সর্বোচ্চ হলো ইহসান। এছাড়া পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার, নম্রতা প্রদর্শন এবং প্রতিশ্রুতি পূরণ করা ইসলামের অংশ। আর লজ্জা ইমানের একটি শাখা।

তিনি আরও বলেন, হজ্বের সময় বেশি বেশি আল্লহর জিকির করা উচিত। বেশি বেশি দোয়া এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করা উচিত। আল্লাহ বলেন, তোমরা ভালো কাজে সাহায্য করো আর মন্দ কাজ থেকে বিরত থাকো।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর