[email protected] শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২

একাকিত্ব থেকে মুক্তির পথ দেখায় ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩

ফাইল ছবি

মানুষের অন্যতম মৌলিক মানসিক চাহিদা হলো অন্য মানুষের সঙ্গ। তবে বাস্তবতা হলো, কেউ কেউ পরিবার, আত্মীয়স্বজন বা বন্ধুদের মাঝেও নিজেকে নিঃসঙ্গ ও একাকী মনে করে। একাকিত্ব যেন এক রহস্যময় মানসিক অবস্থা, যা হঠাৎ করেই সৃষ্টি হয় না; বরং সময়ের সঙ্গে সঙ্গে অবহেলা, অপমান ও কাছের মানুষদের উদাসীনতায় এটি প্রকট আকার ধারণ করে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির উৎকর্ষতার যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও প্রকৃত অর্থে আন্তরিক সম্পর্কের অভাবে মানুষ আরও বেশি নিঃসঙ্গ হয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) একাকিত্বকে স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদে একাকিত্ব হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, এমনকি আত্মহত্যার প্রবণতাও বাড়িয়ে দেয়।

এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইসলাম দিয়েছে কার্যকর ও আশাব্যঞ্জক দিকনির্দেশনা। আল্লাহর প্রতি ভরসা, নামাজে একাগ্রতা, দোয়া, কোরআন তিলাওয়াত, জিকির, ইতিকাফ এবং সামাজিক সম্পৃক্ততা—এই সব কিছু একাকিত্ব থেকে মুক্ত থাকার উপায় হিসেবে ইসলামে গুরুত্ব পেয়েছে।

আল্লাহর প্রতি ভরসা

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন,

“যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তাঁর জন্য তিনিই যথেষ্ট।”
(সুরা : তালাক, আয়াত : ৩)

নামাজে প্রশান্তি

নামাজ শুধু ইবাদত নয়, এটি মন ও শরীরকে শান্ত রাখার এক শক্তিশালী মাধ্যম। আল্লাহ বলেন,

“তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো।”
(সুরা : বাকারাহ, আয়াত : ৪৫)

প্রিয় নবী মুহাম্মদ (সা.) কোনো কঠিন মুহূর্তে নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবারাও একইভাবে সামান্য বিষয়েও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চেয়েছেন।

দোয়ার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা

দোয়া হলো বান্দার সঙ্গে রবের একান্ত যোগাযোগ। এটি শুধু চাওয়া নয়, বরং আত্মিক প্রশান্তি ও আস্থার প্রতীক। দোয়া তাকদির পরিবর্তনেও ভূমিকা রাখে বলে হাদিসে উল্লেখ রয়েছে।

তিলাওয়াত ও জিকির

কোরআন তিলাওয়াত ও জিকির মানুষের হৃদয়ে প্রশান্তি আনে। এটি আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগ স্থাপন করে, যা একাকিত্বের কষ্ট লাঘব করে।

ইতিকাফের গুরুত্ব

ইতিকাফের মাধ্যমে মানুষ জাগতিক ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আল্লাহর সান্নিধ্যে সময় কাটায়। এটি বাহ্যিক নিঃসঙ্গতাকে আত্মিক ঘনিষ্ঠতায় রূপান্তরিত করতে সহায়তা করে।

সামাজিক সম্পৃক্ততা

ইসলাম জামাতবদ্ধ জীবনের ওপর গুরুত্ব দিয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া, প্রতিবেশীর খোঁজ-খবর রাখা ও উপকারী বন্ধুত্ব গড়ে তোলাকে ইসলাম উৎসাহিত করে। এর মাধ্যমে সামাজিক একাকিত্ব দূর হয়।

একাকিত্ব—একটি আল্লাহর পরীক্ষা

একজন মুমিনের জীবনে একাকিত্ব অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হতে পারে। এ সময় আল্লাহর প্রতি ভালোবাসা ও নির্ভরতা বাড়িয়ে ব্যক্তি নিজেকে গড়ে তুলতে পারে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর