চাঁপাইনবাবগঞ্জে মহান বাউল লালন ফকিরের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে ভক্ত-সাধু-সঙ্গের আয়োজন করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাউল ভক্তকুল রুমে বাউল লালন ফকিরের ভক্তদের নিয়ে ভক্ত-সাধুসঙ্গ অনুষ্ঠান-২০২৪ এর আয়োজন করা হয়।
ভক্ত কাওসার রিপনের আহবানে ও সাধু সাদিকুল সাঁইজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাযহারুল ইসলাম তরু। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানের আহবায়ক ভক্ত কাওসার রিপন বলেন, লালন ফকির সাঁইজি একজন সাধক ছিলেন। যার দর্শন ছিলো সবার উপরে মানুষ, মানুষ মানুষকে ভালোবাসবে। এতে কোন ভেদাভেদ করবে না। ছোট-বড়, ধনী-গরীব সবাই মানুষ। এই মূলমন্ত্রই লালন আমাদের শিখিয়েছে। তাই আমরা লালনকে স্বরণ করি।
অনুষ্ঠানে লালন ফকিরের বাণী ও দর্শন নিয়ে আলোচনা করেন, জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল, কবি ও গল্পকার আনিফ রুবেদ, কবি ও লালন ভক্ত সুজন সাম্পান।
অনুষ্ঠানে চাঁপাই বাউল ভক্তকুলের ভক্তরাসহ অন্যান্য বাউল ভক্তরা সঙ্গীত পরিবেশন করেন।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: