alokitogour@gmail.com বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

নিছক আনন্দ উপভোগ শুধু মাত্র ঈদের উদ্দেশ্য নয়

পবিত্র ঈদের অনুভূতি আনন্দ-উচ্ছ্বাসের শিকড়

এম এ করিম

প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ১৪:৩৭
আপডেট: ১৬ জুন ২০২৪ ১৪:০৬

নিছক আনন্দ উপভোগ শুধু মাত্র ঈদের উদ্দেশ্য নয়

নিছক আনন্দ উপভোগ শুধু মাত্র ঈদের উদ্দেশ্য নয়

ঈদ হৃদয়ের সহানুভূতি প্রকাশের দিন। দারিদ্র্য দুঃখ কষ্ট লাঘব ও প্রতিবেশীর হক পৌঁছে দেওয়া ঈদের স্বতন্ত্র সংস্কৃতি ও আনন্দ ঘন উৎসব।

ঈদ হৃদয়ের সহানুভূতি প্রকাশের দিন। দারিদ্র্য দুঃখ কষ্ট লাঘব ও প্রতিবেশীর হক পৌঁছে দেওয়া ঈদের স্বতন্ত্র সংস্কৃতি ও আনন্দ ঘন উৎসব।

শিশু-কিশোর থেকে শুরু করে সমবয়সী মানুষের মাঝে ঈদের আনন্দ বিরাজ করে।ঈদের বেশ কয়েকদিন পূর্ব মুহূর্তে নতুন জামাকাপড় কেনাকাটা পরিবারের সবার জন্য সাধ্যমত বাজার সদায় সহ ঈদের বিশেষ আকর্ষণ কোরবানির ময়দান ভিন্ন স্বাদের আনন্দ-উচ্ছ্বাস।

প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,প্রত্যেক জাতিরই আনন্দ উৎসব আছে।আর আমাদের আনন্দের উৎসব হলো দু'ই ঈদ। আর এই অনুভূতি ও আনন্দ পবিত্রতা উচ্ছ্বাসের শিকড়।

জাহেলীর ভাবধারা স্বাভাবত প্রকৃতি ও ঐতিহ্যঅনুযায়ী তৎকালীন মদিনাবাসীরাও শরতের পূর্ণিমায় নওরোজ এবং বসন্তের পূর্ণিমায় মিহিরজান নামক উৎসব পালন করতো।

তখনকার উৎসব দুটিতে কুরুচিপূর্ণ রঙ তামাশা ও অপকর্মে লিপ্ত হয়ে এ উৎসব পালন করতো।রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐসময়কার আনুষ্ঠানিকতা দেখে দারুণভাবে ব্যতীত হন এবং উদ্বেগ প্রকাশ করেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,আল্লাহ তা'আলা তোমাদের এ দুটি উৎসব দিনের পরিবর্তে অধিক উত্তম দুটি দিন ঈদুল ফিতর এবং ঈদ-উল-আজহা দান করেছেন,আর তাই পূর্বের উৎসব বন্ধ করে এ দু'টি দিনের নির্দিষ্ট আনুষ্ঠানাদি পালন করতে শুরু করো। (আবু দাউদ,মুসনাদে আহামদ)।

নিছক আনন্দ উপভোগ শুধু মাত্র ঈদের উদ্দেশ্য নয়,নিজেদের সুখ অপরকে বিল্লি করা অন্যের দুঃখের অংশীদার হওয়া ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে সামিল হওয়া ইসলামের নৈতিক শিক্ষা ও ঈদের মূল উদ্দেশ্য।পৃথিবীর বিচিত্র কর্মশালার মধ্যে ভুলে যাচ্ছি আমাদের সভ্যতার সংস্কৃতি ও শিকড়ের শিক্ষা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর