[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

কোটা বিরোধী শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ২২:৫৫
আপডেট: ১৩ জুলাই ২০২৪ ২২:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সরকারি চাকরিতে নিয়োগে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আগামীকাল রবিবার গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে নিয়োগে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আগামীকাল রবিবার গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ ১৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

সংবাদ সম্মেলনে তারা জানান, রবিবার বেলা ১১টায় ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা শুরু হবে। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবেন। এ ছাড়াও সারাদেশের শিক্ষার্থীরা নিজ নিজ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন।

উল্লেখ্য, গত ৫ জুন উচ্চ আদালত বীর মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করে রায় দিলে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। শুরুতে ৪ দফা দাবি জানালেও ৭ জুলাই থেকে এক দফা দাবিতে আন্দোলন করছেন তারা। ৭ ও ৮ জুলাই ৫ ঘণ্টা রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের পর ১০ জুলাই সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর