[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৪, ১৭:৫১

ফারুক আহমেদ- ফাইল ছবি

গুঞ্জন শোন যাচ্ছিল, নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হবেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সেই ধারণা সত্যি করেই, পাপনের পদত্যাগের পর বুধবার (২১ আগস্ট) বোর্ড সভায় ফারুক আহমেদকে বিসিবির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

বুধবার মন্ত্রণালয়ে ডাকা বোর্ড সভার শুরুতেই পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। গত ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন পাপন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র অনুসারে সভাপতি হতে হলে আগে বোর্ড পরিচালক হতে হয়। তারপর পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি। তার চেয়েও বড় কথা- বোর্ড পরিচালক হওয়ার আগে প্রথমে কাউন্সিলর হতে হবে। অধিনায়ক হওয়ার সুবাদে বিসিবির কাউন্সিলরশিপ আগেই ছিল ফারুক আহমেদের।

এদিকে, জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি বিসিবি পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন জালাল ইউনুস। গত সোমবার তিনি পদত্যাগ করেন। বোর্ডের প্রবীন পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিও জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় ছিলেন। তিনি পদত্যাগ করেননি, তার পদটি কেড়ে নেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

সাবেক পরিচালক জালাল ইউনুসের শূন্যপদে আজ বুধবার পরিচালক হিসেবে ফারুক আহমেদকে নিয়োগ দেওয়া জাতীয় ক্রীড়া পরিষদ। পরিচালক হওয়ার পর বাকি পরিচালকদের সঙ্গে বোর্ড মিটিংয়ে বসেন সাবেক এই অধিনায়ক। বোর্ড মিটিংয়ে উপস্থিত পরিচালকদের ভোটে ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়ে ফারুক আহমেদ বলেন, প্রথম ও প্রধান লক্ষ্য বাংলাদেশ দলকে একটা জায়গায় দেখতে চাই। সেক্ষেত্রে এটা তো অনেক বড় একটা ব্যাপার, কিভাবে দেখব। আমাদের অনেক জায়গায় কাজ করতে হবে।

নতুন সভাপতি আরোও বলেন, আমার প্রথম দায়িত্ব ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা মাথায় রাখলে কাজগুলো অনেক সহজ হবে। আমরা যেনো অন্যদিকে ডাইভার্ট হয়ে না যাই। আমরা দেশের ক্রিকেটকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর