[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

এই নম্বরটি মূলত মোবাইল হ্যান্ডসেটটির আসল পরিচয় বহন করে।

মোবাইল ফোনের আইএমইআই নাম্বার কী?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ১৮:৫৫

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহিত

আইএমইআই ডট ইনফো ওয়েবসাইটের তথ্য থেকে জানা যাচ্ছে, আইএমইআই বা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বর একটি ১৫ ডিজিটের নম্বর।

আইএমইআই ডট ইনফো ওয়েবসাইটের তথ্য থেকে জানা যাচ্ছে, আইএমইআই বা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বর একটি ১৫ ডিজিটের নম্বর, যেটি কোনো মোবাইল হ্যান্ডসেট তৈরি করার সময় এর মধ্যে প্রোগ্রাম করে দেওয়া হয়।

তবে কিছু কিছু ক্ষেত্রে এটি ১৭ ডিজিটও হতে পারে। এই নম্বরটি মূলত মোবাইল হ্যান্ডসেটটির আসল পরিচয় বহন করে। এই নম্বরের মাধ্যমে চিহ্নিত করা যায়, কোন ফ্যাক্টরিতে এটি তৈরি হয়েছে এবং কোন এলাকায় এটি ব্যবহৃত হচ্ছে।

এছাড়া আইএমইআই নম্বরের মধ্যেই ফোনটির জন্য একটি স্বতন্ত্র সিরিয়াল নম্বর এবং পুরো নম্বরটি যাচাই করার জন্য একটি নিদ্রিষ্ট সংখ্যা দেয়া থাকে।

প্রযুক্তি বিশেষজ্ঞ এ কে এম মোর্শেদ বলেন, "গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস্ বা জিএসএম-এর ডিজাইন করাই হয়েছে এমনভাবে যে একটা আইএমইআই’র অ্যাগেইনস্টে একটা মোবাইল নাম্বারই থাকবে। যাতে প্রত্যেককে আইডেন্টিফাই করা যায়।"

সাধারণত হ্যান্ডসেট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই আইএমইআই নম্বরের মাধ্যমে হ্যান্ডসেটটির অবস্থান খুঁজে বের করা যায়।

এছাড়া নতুন ফোন কেনার সময় আইএমইআই নম্বরের মাধ্যমে জানা যেতে পারে ঐ ফোনটি এর আগে কখনো ব্যবহৃত হয়েছে কি না।

ফোনে *#০৬# ডায়াল করলে আইএমইআই নম্বর দেখাবে। এবার আইএমইআই ডট ইনফো ওয়েবসাইটে গিয়ে নম্বরটি বসিয়ে এবং 'চেক' বাটন চাপতে হবে। পরের পেইজে বিস্তারিত তথ্য পাওয়া যায়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর